জাকির মামুনঃ বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন বিপ্লব ভট্টাচার্য ৷ কুমিল্লার লাকসামের বিপ্লব দীর্ঘ দেড়যুগেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলেছেন৷ ছোটবেলা থেকেই ফুটবলের ভিষন আগ্রহ ছিলো৷ প্রথমদিকে স্ট্রাইকার হিসেবে খেললেও তার ফুটবল খেলার প্রথম ওস্তাদ তাবারক উল্লাহ্ কায়েসের কল্যাণেই তিনি হয়ে গেলেন গোলকিপার৷ টিভি ও বেতার ধারাভাষ্যকার শামসুল আলমের একটি লাইভ চ্যাট অনুষ্ঠানের অতিথি ছিলেন বিপ্লব৷ বিপ্লব ওই অনুষ্ঠানে জানান, ‘আসলে প্রথমদিকে আমি স্ট্রাইকার ছিলাম৷ একটি ম্যাচে আমার গুরু , ওস্তাদ তাবারকউল্লাহ্ কায়েস গোলবারে দাঁড় করিয়ে দেন৷ ওই ম্যাচে আমি সৌভাগ্যবশত ভালো খেলে ফেলি৷ পরবর্তীতে তিনি সিদ্ধান্ত দিলেন, এখন থেকে তুমি গোলকিপার হিসেবে খেলবে৷ কিন্তু বিষয়টি প্রথমদিকে নিজ থেকে মেনে নিতে না পারলেও পরবর্তীতে ভাবলাম, আমাকে ফুটবল খেলতে হবে ৷ আর তিনি যেহেতু আমার ওস্তাদ, তাঁর হাত ধরেই আমার ফুটবল খেলার হাতে খড়ি হয়েছে তাই তিনি আমার চেয়ে ভালো বুঝেন৷ তখন আমি তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে গোলকিপিং করা শুরু করলাম৷ এরপর থেকে আমাকে আর পিছে তাকাতে হয়নি৷’
‘বাংলাদেশ ফুটবলঃ অতীত ,বর্তমান, ভবিষ্যৎ’ শিরোনামের ওই লাইভ অনুষ্ঠানে তিনি তার বক্তব্য তুলে ধরেন৷ দেশের ফুটবলকে ভালো অবস্থানে আনতে একটি ভিশন নিয়ে এগুতে হবে বলে তিনি মন্তব্য করেন৷ এছাড়াও ফুটবল উন্নয়নের ক্ষেত্রে এখনকার করণীয় সম্পর্কে তিনি তার মতামত প্রদান করেন৷
বিপ্লব আবাহনী, মোহামেডান, শেখরাসেল ক্রীড়াচক্রসহ দেশের সেরা ক্লাবগুলোতে সফলতার সাথে খেলেছেন৷ অধিনায়ক হিসেবে হ্যাট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব ও রয়েছে তাঁর৷ দেশের হয়েও দীর্ঘসময় সেবা দিয়েছেন এই গোলকিপার৷ গতবছর দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেই যোগ দিলেন কোচিং পেশায়৷ বর্তমানে দেশের ঐতিহ্যবাহি ক্লাব ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাব’ এর গোলকিপার কোচ হিসেবে দায়িত্বপালন করছেন লাকসামের এই সুর্যসন্তান৷
Leave a Reply