1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবুধাবী মেরীল্যান্ড স্কুলের ছাত্র আবতাহি সিদ্দিকী আনাসের মৃত্যুতে শিল্পপতি ও কবি ফখরুল ইসলাম খান সিআপির শোক

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৫০ জন পড়েছেন
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে ২০১৭ সালের ১৮ এপ্রিল, বিকেল ৫.৩০ মিনিটে নবম শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশি আবতাহি সিদ্দিকীর জীবন চিরদিনের জন্য বদলে যায়। দেশটির রাজধানী আবুধাবির মুসাফ্ফাতে একটি পথচারী ক্রসিংয়ে দ্রুতগামী একটি গাড়ি তাকে আঘাত করে। বাংলাদেশি এ কিশোর বন্ধুর বাসায় পড়ার নোট আনার জন্য যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
৩ বছর ২মাস ধরে তিনি আবুধাবি হাসপাতালের কোমায় ছিলেন। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়ার প্রবাসী মোহাম্মদ আবচার এর বড় পুএ সন্তান আবতাহি সিদ্দিকীর আনাস আর নেই ।
আজ ১১জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় আবুধাবির পশ্চিমানঞ্চল সিলার সেন্টারাল হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৭ বছর। তার মৃত্যুতে আবুূধাবীতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি শোক বার্তা বলেন – আবুধাবী মেরীল্যান্ড স্কুলের ছাত্র আবতাহি সিদ্দিকী আনাস আমার পুএ সন্তানের মতো ছিল দেশে বিদেশে স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবেন এবং প্রতিটি মানুষের অন্তরে সমস্ত ভালোবাসা সমুজ্জ্বল হয়ে থাকবে। হে মহান আল্লাহ আবতাহি সিদ্দিকী আনাসের আত্মাকে শান্তিতে বিশ্রাম দিন এবং তার পরিবার কে ধৈর্য ও সান্ত্বনা দান করুন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন  এবং তাঁর অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন, মহান আল্লাহ উনাকে জান্নাত দান করুন- আমিন।
সকল আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীকে তাঁর রূহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম