জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শবনম আক্তার একজন আলোকিত নারী নেএী যেমন মনন, কর্মপ্রয়াস,শ্রম ও অধ্যবশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে।শৃঙ্খলিত জীবন নয় ,মুক্ত জীবন জাপনেই তাঁর আরাধনা।আবার একাকী মুক্ত জীবন নয় ,সম্মিলিত মুক্তির চেতনা ও দর্শন তাঁর মাঝে সদা জাগ্রত যেন অতন্ত্র প্রহরী ।জীবনের সুদীর্ঘ সময়ে কখনো ,নারী নেএী, কখনো সংগঠক ,সমাজ সেবিকা এবং সর্বোপরি সবাই প্রিয় ও সবকিছু মিলিয়ে একজন আলোকিত নারী ব্যক্তিত্ব। শুভ হোক শুভ জম্মদিন,ভালোবাসা দিলাম উপহার, এই দূর থেকে মেঘের সাথে ভেসে, আপনার হৃদয়ের গভীরে যাবে মিশে।যদিও আমি নেই দৃষ্টির সীমানায় আপনার।তবু প্রিয় আপু আপনার জন্য শুভ জম্মদিনের নিরন্তর শুভেচ্ছা ও অবিরাম ভালোবাস ।
ঘুণধরা পৃথিবীর যাচ্ছে সময়,যাচ্ছে দিন,সময় স্রোতে
হে ! প্রিয় আপু শুভ জন্মদিন প্রার্থনা আজ প্রভুর কাছে,অনাগত জীবন কাটুক সুখে,জন্ম জননী ও বাবা তরে লাখো সালাম,ভালোবাসা অফুরান। আপনার কর্মে,ধর্মে থাকুক বেঁচে থাকুন হাজার বছর। সুন্দর সৃষ্টি সুখের উল্লাসে প্রিয় আপু আছে সুন্দর পৃথিবীতে, শ’ত বছর বেঁচে থাকুন শত জম্মদিন করতে আর কোটি কোটি মানুষের হৃদয়ের মন মন্দিরে থাকুন যুগ যুগ ধরে ,আল্লাহ্ তাকে দীর্ঘজীবন দান করুন, এমন প্রত্যাশা আত্মার পবিত্র বন্ধ থেকে।
শুভ হোক,শুভ কামনায় শুভ জন্মদিন । এই চির উজ্জ্বল চির অনির্বাণ মানুষ টির জন্য একান্ত ভাবে প্রার্থনা করি সুন্দর সচ্ছ ও স্বপ্নিল জীবন কামনায় করি।
জাতীয় কবিতা মঞ্চের পরিবারের পবিত্র আত্মার বন্ধন থেকে সৃষ্টিকর্তার প্রর্থণা বেঁচে থাকুন আমাদের মাঝে আরো শ’ত বছর । অফুরন্ত ভালোবাসা আর শুভ কামনা এ জীবনের পথচলায় ।
আল্লাহ্ যেন তার ও সকলের মঙ্গল করুন (আমীন)।
শুভেচ্ছান্তে:-
কবি ও সাংবাদিক
মোহাম্মদ মনির উদ্দিন মান্না
সাধারণ সম্পাদক
জাতীয় কবিতা মঞ্চ
আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি।
Leave a Reply