কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন অতি পরিচিত ও জনপ্রিয় নাম মোহাম্মদ আবু তালিব রনি।
তিনি একাধারে ব্যবসায়ী, সংগঠক, সমাজকর্মী,অজ্ঞাত রোগীর বন্ধু, তরুণদের আইডল। বহুগুণে গুণান্বিত এ মানুষটি চট্টগ্রাম, সিতাকুন্ড,মীরসরাই, ফেনী সহ ৯নং ভাটিয়ারী ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে খুব জনপ্রিয় ও ভালোবাসার মানুষ । তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন সমাজকর্মী, মানবতাবাদী ও ক্রীড়াবিদ হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন সিতাকুন্ড ৯নং ভাটিয়ারী ইউনিয়নে। জন্মদিনের প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছা ভাসছেন ৯নং ভাটিয়ারী ইউনিয়নের যুব সমাজের অহংকার, তরুণদের আইডল,সমাজকর্মী মোহাম্মদ আবু তালিব রনি। কারণ বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে সকলের প্রিয় মোহাম্মদ আবু তালিব রনি খুব জনপ্রিয় একজন । আজ শুভ জন্মদিন । সুখ – দুখ , হাসি কান্না , জীবনের ভালােলাগা মুহুর্ত আর সকলের নিরন্তন ভালােবাসা নিয়ে আজ পদার্পণ করলেন আরেকটি নতুন বছরে – শুভ জন্মদিন । প্রতিটি দিন কাটুক ফুলের সুভাষে তারুন্যের উচ্ছাসে । প্রতিষ্ঠিত হােক কর্মময় জীবন।একজন দক্ষ সংগঠক ও সমাজকর্মী হিসাবে আগামীতেও তার এ সাহসী পথচলা অব্যাহত থাকবে । তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন মানুষের শ্রদ্ধা ও ভালােবাসা নিয়ে । মানুষের ভালােবাসা , সম্মান আর শ্রদ্ধাবােধই তাঁর এ চলার পথ আরও প্রসারিত হবে ।
মোহাম্মদ আবু তালিব রনি জানান – মানুষের সেবা করতে পারলে তিনি নিজেকে ভীষণ গর্বিত মনে করি । মানব সেবা যারা করেন তারাই প্রকৃত মানুষ । একজন মানুষ প্রকৃত জনসেবার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে । অর্জন করতে চায় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা | আর সেসব ব্যাক্তিগন সকল লােভ , লালসা , অর্থ মােহের ঊর্ধ্বে থেকে মানব সেবা করে গেছেন তারাই স্নরণীর হয়ে আছেন মানুষের হৃদয়ে । দলমত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করে ও ভালবাসে । শুধু মানুষের সন্তস্টি নয় সৎ কর্মের মধ্যে দিয়েই একজন মানুষ আল্লাহর সন্তস্টি অর্জন করতে পারে | তাছাড়াও যারা এই রকম উদারমনশীল প্রকৃতের মানুষ , তারাই মহা মানব । একজন মহা মানব সর্বদা দয়া দক্ষিণ্যা , ক্ষমা , বিণয় , সরলতা , সাধুতা , আন্তসংযম ও সৎ গুনাবলির অধিকারী হয়ে থাকেন। এই করোনা ভাইরাসের সময় সবাই মানবতার কাজে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ মানবতার জয় হবে। আর আজ আমার জম্মদিন উপলক্ষে যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহ সবাইকে ধন্যবাদ জানাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। জানা যায়, মোহাম্মদ আবু তালিব রনি চট্টগ্রাম জেলার সিতাকুন্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বিএমএ সামানী পাড়া এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
Leave a Reply