মীরসরাই সমিতির প্রধান উপদেষ্টা, জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা, দুবাই ও আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু হাশেম ভূঁইয়ার বড় পুএ সন্তান Mahid hashem Bhueiyar (Lagaurdia community college and university) New york city ও বড় কন্যা Maisha hashem Meem(Queensborough community college and university) New york city আমেরিকাতে পড়াশোনার জন্য শতভাগ স্কলারশীপ পেয়েছে ।আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি তোমরা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সু নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যানে নিজেকে উৎসর্গ করবে। মা বাবা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে বলে আশা রাখি। আমরা সকলে তোমাদের আগামী পথ চলার উত্তর উত্তর সফলতা কামনা করি।তোমাদের হাসিখুশি আর ভালোবাসায় অনাবিল আনন্দে প্রতিটি সময় জীবন পূর্ণতায় ভরে উঠুক। তোমাদের সকল সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক প্রতিদিন। আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।ছুম্মা আমিন।
Leave a Reply