একটি হারানাে বিজ্ঞপ্তি, আজ সকাল ১১ টায় ছােট বালক ছেলে টা হারানাে গেছে। ছেলেটার নাম -মােঃ তানজিম হোসেন , বয়স ৭ বছর পিতা -আবুল হাসেম সওদাগর, গ্রাম -পূব হিংগুলি নতুন পাড়া, বারইয়ার হাট, মীরসরাই, চট্টগ্রাম। হারিয়ে যাওয়ার পর বারইয়ার হাটে দুজন অপরিচিত মহিলার সাথে দেখা গেছে বলে জানিয়েছে একজন লোক।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটি দেখে থাকেন তাহলে নিম্নক্ত ঠিকানাই যােগাযােগ করার জন্য অনুরােধ করা যাচ্ছে । বন্ধুগন সবার সাহায্য প্রত্যাশা করছি।
বি : দ্র :: আপনাদের ছােট একটা লাইক অথবা শেয়ার এর মাধ্যমে ছেলে টি তার মায়ের বুকে ফিরে আসতে পারে ।
ঠিকানা : মো:- আবুল খায়ের সওদাগর, কাঁচা বাজার, বারইয়ার হাট পৌরসভা, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম প্রয়ােজনীয় মােবাইল নাম্বার : ০১৮১১৬২৯০১২
Leave a Reply