শুভ জন্মদিন! হে পৃথিবীর আলোর প্রদীপ, কবি ও কলামিস্ট বিশিষ্ট সাংবাদিক, নিরন্তর সুন্দরের পথ প্রদর্শক এই নিবেদিত শিল্প সাহিত্য সংগঠক ও
প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি,দৈনিক পূর্বদেশ, একুশে টিভি, আরব আমিরাত প্রতিনিধি, সাইফুল ইসলাম তালুকদার স্যার কে জানাই এক রাশ রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। ধরণী’র বুকে কিছু ফুল জাগ্রত থাকুক
আত্মমানবতায়,ভালোবাসায়,মঙ্গল কামনায়,তার অনাগত জীবনে ভরে থাকুক চির সবুজ নির্মলতায় , মানুষ মানুষের মাঝে জাগ্রত থাকে তার কর্মে,সে কর্মের পরিচয় পরিচিত হয় ভুবনময়। শুভ সুন্দর হোক তার অনাগত জীবনের পথচলা,কবি ও কবিতায় বেঁচে থাকুক কবি ও তার সৃষ্টির কাব্য গাঁথুনি, বাংলা সাহিত্যের ছায়াতলে কবি রেখেছেন গল্প ,কথা চরিত্র , কবিতা তার এ সাহিত্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি,সুন্দর সৃষ্টি সুখের উল্লাসে কবি ও কবিতা বেঁচে থাকুক পাঠক হৃদয়ের মন্দিরে ।
আমি এই চির উজ্জ্বল চির অনির্বাণ মানুষটি জন্য একান্ত ভাবে প্রার্থনা করি নিরন্তর সুন্দরের পথ প্রদর্শকএই নিবেদিত শিল্প সাহিত্য সংগঠকট সচ্ছ ও স্বপ্নিল জীবন কামনায় করি।
সুস্থ থাকুন,ভালো থাকুন,চির সুন্দর থাকুন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার স্যার।
আল্লাহ্ কবির ও সকলের মঙ্গল করুন (আমীন)
শুভেচ্ছান্তে:-
কবি ও সাংবাদিক
মোহাম্মদ মনির উদ্দিন আলম মান্না
সংযুক্ত আরব আমিরাত।
Leave a Reply