আরব আমিরাত প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আবারো কমার্শিয়াল ইম্পরট্যান্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হলেন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ এফ.আই.কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ, বাংলাদেশ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, আল সুমাইয়া গ্রুপের মালিক মানবতার কবি ফখরুল ইসলাম খান সি.আই.পি। এ নিয়ে কয়েকবার বাংলাদেশ সরকার কতৃক সি.আই.পি ২০১৮ইং পদক লাভ করেন তিনি।
এফ.আই.কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ ও আল সুমাইয়া গ্রুপের চেয়্যারম্যান ফখরুল ইসলাম খান সি.আই.পির বাংলাদেশ, আবুূধাবী, শারজাহ, আজমান, দুবাই সহ সারা বিশ্বে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম মীরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানার বারইয়ার পৌরসভার জামালপুর গ্রামের বাসিন্দা জনাব ফখরুল ইসলাম খান সি.আই.পি। তিনি একজন সৎ ব্যবসায়ী হিসাবে বেশ সুনাম রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সহ সারা বিশ্বে তিনি সহজ, সরল এবং ধার্মিক মানুষ হিসাবে পরিচিত।
শিল্পপতি ফখরুল ইসলাম খান ( সি.আই.পি ) চট্টগ্রাম মিরসারাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের হাজী লকিয়ত উল্ল্যাহ সওদাগর বাড়ীর সন্তান। তার দাদা মরহুম হাজী লকিয়ত উল্লাহ ছিলেন ব্যবসায়ী এবং মহান আর্দশ পিতা দানবীর প্রয়াত হাজী শাহ আলম ও মমতাময়ী মা সুকিনা বেগমের বড় পুএ সন্তান। আবুূধাবীতে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নাম আল সুমাইয়া গ্রুপ আর বাংলাদেশ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের এফ.আই.কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃসহ দেশে বিদেশে বর্তমানে সহ ১০ টি কোম্পানি আছে ।
বর্তমানে তার ব্যবসা মধ্য প্রাচ্যের সহ সারা বিশ্বে পর্যন্ত বিস্তৃত। সেখানে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে তুলেছেন বিভিন্ন বড় বড় আকারের ভবন। এমন আরো বিভিন্ন প্রজেক্টের কাজও তিনি সম্প্রতি শুরু করেছেন। জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশিষ্ট শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি.আই.পি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুমঙ্গল কামনা করি।
Leave a Reply