অপু দাশ অনিকঃ
“আমি নিজের পরিবারে জন্য ঈদ শপিং না করে সেই টাকায় ওয়ার্ডের যুবলীগ -সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কর্মীদের মন প্রফুল্ল রাখারা চেষ্টা করেছি এই করোনা প্রাদুর্ভাবে”এমন টাই লিখে নিজ ফেসবুক ওয়ালে স্টাটাস দেন লাকসাম পৌর সভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন।
করোনা প্রাদুর্ভাবের মধ্যে সরকারী নির্দেশনা অনুযায়ী নিজ ঘরে থেকে ঈদ পালনের নির্দেশনা আসে।তাই মোটা মুটি মানুষ সামাজিক দূরত্ব মেনেই ঈদের সকল সামাজিকতা পালন করে।এর মধ্যে লাকসাম পৌর শহরের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজের পরিবারে শপিং এর টাকায় যুবলীগ-সেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের ৫০ জন নেতা কর্মীদের মাঝে উন্নত মানের পাঞ্জাবী উপহার হিসাবে দেন।
তিনি মনে করেন করোনা প্রাদুর্ভাবে লকডাউনে সামর্থ্য থাকার পর ও অনেকে নিজের জন্য ঈদ পাঞ্জাবী কিনতে পারে নি।তাই তিনি নেতা কর্মীদের মন প্রফুল্ল রাখার জন্য ভিন্নধর্মী আয়োজন করেন।ওনার এই কাজে সারা লাকসামে প্রশংসায় ভাসছেন তিনি।ফেসবুক ওয়ালে ওনাকে নিয়ে নানা ধরনের স্টাটাস দেয় যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী।
এর আগে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে ওয়ার্ডের হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।করোনা প্রাদুর্ভাবের মধ্যে নিজ অর্থায়নে জীবনের ঝুকি নিয়ে নেতা কর্মীদের নিয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসেন তিনি।এই সব কাজে যুবলীগ,সেচ্ছাসেবলীগ,ছাত্রলীগের দলীয় নেতা কর্মীরা সেচ্ছায়শ্রম দিয়ে আসছে। ওনার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই সব কাজের মধ্যে ঊনার কোন ধরনের কষ্ট নেই।এই সব মানবিক কাজ করতে পেরে তিনি অনেক আনন্দ বোধ করেন।ভবিষ্যতে দেশের যেকোন ক্রান্তি লগ্নে নিজেকে বিলিয়ে দিবেন দেশের তরে ,দেশের মানুষের তরে ।
Leave a Reply