আর এইচ কালাম :
শান্তনা তুই কেন আমার নয়?
যা অপরের জন্য শ্রেয়
আমার জন্য ভিন্নময়,
সবার তরে তোরে মানায়
আপন গৃহে শূন্যসায়,
নিজের আর্জি নিজেই গর্জি
হতাশার বাতাসে অসময় আঁশে
পাইনা তোরে পাশে।
তুই অপরের সোনা মুখি সুঁই
আপন অর্পণে সর্বনাশ দিস ছুঁই,
তুই অন্যের ঝড়ে খুঁটি
সর্ব বেলায় খাটি পরিপাটি
আপন দাফন সায়
জ্বলন্ত এক কয়লা কাটি
শান্তনা তুই কেন এমন গিরগীটি?
(শান্তনা এমন এক জিনিস
যা নিজেকে ছাড়া সবাইকে দেওয়া যায়।)
Leave a Reply