কণা মির্জা:
আপনার চোখে
আমি একটি চন্দ্র যাত্রায় গিয়েছি
আপনার চোখ তারার মুকুট!
আপনার চোখের তারার মাঝে নীলের ছুটোছুটি
আপনার কপাল থেকে ভোরটা জ্বলে ওঠে
আপনার ঠোঁটে তখন সূর্য নাচে!
আমার আত্মা হোঁচট খেতে খেতে
আলিঙ্গন করে আপনার মুখ অবয়ব,
মসৃণ ঠোঁটের স্পর্শের সজীবতা নিয়ে
যতদিন আপনি আমার সাথে হাটবেন,
আমাদের সকল স্পন্দনে জীবন হবে শান্তির পরশ।
লাল দিগন্তের গোধূলি লগনে চুম্বনে ললাট
প্রেম যমুনায় ওলোটপালোট, অমৃতে একাকার,
তখনই দৃশ্যপটে এক স্রোতস্বিনীর আর্তনাদ
অতল তিমিরে ডুবে কাঁদে ময়ূরাক্ষীর বিষাদ।
গুঞ্জরণে আমি———
প্রণয় সুখের এই নির্মল চেতনার মাহেন্দ্রক্ষণ
কম্পনবিহীন অধর আঁখি বন্ধ করে
নিঃশব্দে বিচরণ,
সুন্দরের গহীন গভীরে শুঁকে শুঁকে অনুভব করি
আপনিই আমার পূর্ণাঙ্গ চাঁদ।
ফিরে আসি আপনার বুকের অরণ্যে
পুলকিত হই বিস্ময়ে!!
অদৃশ্য ইচ্ছেরা আলিঙ্গন করে হৃৎপিন্ডে
আচ্ছাদিত হই আপনার পরশে।
ভালোবাসি অরণ্যকে……..
লেখকের ফেসবুক থেকে নেয়া।
Leave a Reply