সাইফুল ইসলাম :
আমার মায়ের পবিত্র মুখের-
মিষ্টি হাসি দেখে”
এই মনের দুঃখ- বেদনা-
সবি যাই ভুলে।
আমি মায়ের চোখের মণি,
একটু দৃষ্টির আড়াল হলে,
খোকা বলে করে ডাকাডাকি,
আয় রে খোকা মায়ের কোলে।
সকাল বিকাল তৈরি করে-
হরেক রকম পিঠা”
মায়ের হাতে খাবার খেতে,-
লাগে ভিষণ মজা।
প্রথম ছোঁয়া- প্রথম কথা-
বলতে শিখিয়েছে মা,
মায়ের প্রতি মোনাজাতে আমি-
তাই তো মাকে অনেক ভালোবাসি।
Leave a Reply