এ.এন সাইফুল ইসলাম
আমার মনের সকল অভিযোগ,
জমা রইলো মনের বক্সে,
প্রাক্তন কভু যদি পাও সময়,
দেখে যেও সব অভিযোগ তোমায় ঘিরে।
আসলেই যখন মনের ঘরে,
ঠিক দেখবে কলিজায় কালো দাগ,
আজ অব্দি কেউ নিতে চায় নি,
এই পোঁড়া মনের দূঃখের ভাগ।
আমার মনে এতোটাই বিষণ্ণতা,
যা তিলে তিলে মন করেছে ক্ষত,
কামার যেভাবে আগুনে পুঁড়িয়ে,
লোহা গলায় ঠিক তার মত।
তুমি চলে গিয়ে তাকাওনি পিছনে,
এই বলে আজো চলে অনশন,
তুমি অন্য কারো হাত ধরে চলে গেলে,
সে বিরহে এই মনের হয়েছে মরণ।
Leave a Reply