1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ জন পড়েছেন

ছবি : লাকসামে বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিজস্ব প্রতিনিধি : 

দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক তারাই এখন দেশে বিশৃঙ্খা সৃষ্টি করছে। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তাদেরকে সমূচিত জবাব দেয়া হবে। বৈশ্বিক কারণে নয়, হাজার-হাজার কোটি টাকা লুট ও পাচারের জন্যই প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে আজ। দেশকে পৈত্রিক সম্পদ ভেবে লুট করছে স্বৈরাচার আওয়ামীলীগ। তারা জনগণকে প্রজা মনে করেছিলো। মানবাধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্রসহ সব অধিকার হরন করেছিলো।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে লাকসাম জংশন স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে ৩১দফা বাস্তবায়নে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আমরা বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না, জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা উদার গণতন্ত্র দেখতে চাই।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপি তা কখনো হতে দেবে না। বিএনপি গত ১৬ বছর সকল প্রকার হত্যা, খুন, গুম ও হুমকি উপেক্ষা করে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল, এখনো তেমনিই আছে। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততোদিন বিএনপি রাজপথেই থাকবে। পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে এখনো ফ্যাসিবাদের দোসরা জেঁকে বসে আছে। দেশকে দ্রুত ফ্যাসিবাদ মুক্ত করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এই অবস্থায় দেশ চলতে পারে না। এই জন্যই বিএনপি দেশের মানুষের সার্বিক নিরাপত্তা ও নির্ভরতা রক্ষা করতে দ্রুত জাতীয় নির্বাচন দাবি করে আসছে।
জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা রাজনৈতিক বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ তায়েফ মুন্সি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদার, বিএনপি নেতা মোঃ মনির আহমেদ। এসময় বিএনপির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম