ধনু :
আপনার আজ কোনো হারানো সম্পর্ক মিলন হতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য দিনটি অত্যন্ত শুভক্ষণ নির্দেশ করে। প্রিয় ধনু, আপনার জন্য আজকের দিনটি অতি উত্তম।
মকর (22 Dec – 20 Jan)
অপ্রত্যাশিত কারো আগমন ঘটতে পারে। আজ আপনার পরিবারে নতুন কোনো চুক্তির জন্য দিনটি শুভ। আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি, সুনাম ও মান-সম্মান বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ :
আজ পারিবারিক আবহে শান্তি থাকবে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজের ক্ষেত্রে নিজেকে স্থির করুন। আর্থিক লেনদেনে কারো ওপর অতি নির্ভরশীল হওয়া যাবে না। দূরের যাত্রা শুভ।
মীন :
প্রিয় মীন, আজ আপনি যদি নতুন কোনো পরিকল্পনা করেন, তাহলে অনেক ভালো ফল নির্দেশ করে এবং আজ আপনার কাজের সময় ভালো যেতে পারে। এমনকি আনন্দমুখর হয়ে উঠতে পারে।
মেষ :
মেষ, আজ দিনের প্রথম থেকেই আর্থিক সুবাতাস পালে হাওয়া লাগার কথা। আর্থিক লাভজনক কথা নয় শুধু, নতুন ব্যবসার সুযোগ ও লাভজনক অর্ডার হতে পারে। দাম্পত্য সম্পর্ক বজায় থাকবে।
বৃষ :
আজ বেকারদের কর্মপ্রাপ্তির সুসংবাদ পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন পাওনা টাকা আদায়ের চেষ্টা করছেন, তাঁদের প্রাপ্তি যোগ আছে। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। বাড়িতে নতুন কোনো মেহমানের আগমন হতে পারে।
মিথুন :
মিথুন, আপনার আজ দীর্ঘদিনের প্রত্যাশিত পদোন্নতি আপনার ভাগ্যে আসতে পারে। একটু সবুজ রঙের জিনিসপত্র ব্যবহার করবেন, এতে শুভ ফল পেতে পারেন। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।
কর্কট :
কর্মে সফলতা এবং আর্থিক সফলতা আজ আপনার অনুকূলে থাকতে পারে। রাজনীতি ও সমাজ পরিচালনা করেন এমন পরিবারের সদস্যদের আজ বিপদমুক্ত যোগ নির্দেশ করে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ :
সিংহ, আজ আপনার মানসিক শক্তি প্রবল থাকতে পারে। নতুন চাকরির কোনো সুসংবাদ পেতে পারেন। পাওনা টাকা আদায় হয়ে যেতে পারে। সৃজনশীল কাজে সুনাম বাড়তে পারে। যাত্রা ও রোমাঞ্চ শুভ।
কন্যা :
প্রিয় কন্যা, আজ একটি গোপন কথা। যাঁরা দীর্ঘদিন হলো প্রেমে ব্যর্থ ও কোনো অবস্থায় ভালোবাসার মানুষকে ঘর বাঁধার জন্য রাজি করতে পারেননি, তাঁদের জীবনে প্রস্তাব দিয়ে দেখুন আশার আলো জ্বলতে পারে।
তুলা :
প্রিয় তুলা, যাঁরা চাকরি করেন বিশেষ করে সরকারি, আধাসরকারি, ব্যাংক, বীমা ইত্যাদিতে এঁদের জন্য শুভ ফল নির্দেশ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি লাভ করতে পারেন। দাম্পত্য সুখ বজায় থাকবে।
বৃশ্চিক :
আপনার আজ মনোযোগের সঙ্গে কাজগুলো করতে সক্ষম হতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। শরীর-স্বাস্থ্য ভালো যাবে। দাম্পত্য সম্পর্ক মনোরম হবে। যাত্রা ও রোমাঞ্চ শুভ।
Leave a Reply