নিজস্ব প্রতিনিধি :
দিন যতই যাচ্ছে ততই লাকসামে করোনা সংক্রমণ বাড়ছে। এতে প্রতিদিন জনসাধারণের মাঝে দেখা দিয়েছে অজানা আতংক। বর্তমানে উপজেলায় করোনা সচেতনতায় কোন উদ্যোগ নেই বললেই চলে। স্বাস্থ্য অধিদপ্তরের বেধে দেয়া নিয়ম মেনে চলছে না কোন জনসাধারণ। অপরদিকে করোনা পরিক্ষার কিট সংকট দেখিয়ে গত ৫দিন কোন রিপোর্ট আসেনি এ উপজেলায়।
৫দিন পর আজ শুক্রবার (১২জুন) নতুন করে কোভিড-১৯ এর ৪৬টি নমুনা পরিক্ষার রিপোর্টের মধ্যে ১১জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ১১৪ জন। মোট মৃত্যু ১জন ও উপসর্গ নিয়ে মৃত্যু ২জনের। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, করোনার সংক্রমণ ঠেকাতে হলে সবাইকে শারীরিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সতর্ক থাকতে হবে। জনসমাগম করে চলাপেরা করা যাবে না। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক না চললে পরিনতি আরো ভয়াবহ হয়ে উঠবে।
Leave a Reply