কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম ও থানা পুলিশের ১২ সদস্য’সহ নতুন করে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ২৬ জনের। এ পর্যন্ত সর্বমোট উপজেলায় ১৪০ জনের করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়া, উপসর্গ নিয়ে মৃত্যু বরণের পর নমুনা সংগ্রহ করলে ৫ জনের রির্পোট পজিটিভ আসে।উপজেলায় করোনা পজিটিভ থেকে সুস্থ হয়েছেন ৫৮ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন।
আক্রান্তরা হলেন, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম শহিদ উদ্দিন ও তার দু’ কর্মচারী জাহিদ উদ্দিন,সেলিম মিয়া, নাঙ্গলকোট থানা পুলিশের ১২ সদস্য। তারা হলেন, এস. আই ওবায়দুল হক, সফিকুল ইসলাম, কামরুল ইসলাম, এএসআই সফিকুল ইসলাম, মকবুল হোসেন। পুলিশ সদস্য মোঃ আবুল খায়ের, টিটু বড়ুয়া, মোঃ শহীদ মিয়া, আনিসুর রহমান, কহিনুর আক্তার, মাসুদ রানা, সেলিম উদ্দিন। বটতলী ইউনিয়রে কাশিপুর গ্রামের ৭ জন।তারা হলেন রিপন হোসেন, রোজিনা আক্তার,সালমা আক্তার,সীমা আক্তার,ইস্রাফিল হোসেন,নুসরাত আক্তার ও সম্রাট।, জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মনির হোসেন।, আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের শাহ আলম । ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামে সাহাদাত হোসেন ও রহিমা আক্তার।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বলেন, এ পর্যন্ত ৯ শত ৬৯ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তন্মধ্যে ৯০০ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে । রিপোর্ট বাকি রয়েছে ৬৯ জনের। এ পর্যন্ত উপজেলায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
Leave a Reply