মোজাম্মেল হক আলম :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের স্বেচ্ছাধীন তহবীল হতে আজগরা ইউনিয়নের ৪জন অসহায় ব্যাক্তির মাঝে জনপ্রতি ৭হাজার টাকা ও জুন-২০২০ এর ভিজিডি চক্রের চাউল ২২৬ জনকে ৩০কেজি করে এবং জনপ্রতি ৩টি মাস্ক এবং ৩টি হাত পরিস্কার করার সাবান বিতরণ করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এসব অর্থ এবং উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মোঃ আবদুল মমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক হায়াতুন নবী সহ ইউনিয়ন সদস্যবৃন্দ।
উল্লেখ্য: ২০১৮-২০১৯ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন কাজ যথাযথ বাস্তবায়ন করায় বাংলাদেশ সরকারের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদ সরকারের নিকট প্রশংসিত এবং ২য় স্থান অধিকার করে। বাংলাদেশ সরকার উক্ত ইউনিয়ন পরিষদে ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা পুরস্কার বাবদ বরাদ্দ দেয়। প্রাপ্ত বরাদ্দ টাকা দিয়ে ৫,০০০ মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পুরো ইউনিয়নে ইতোমধ্যে হাত ধোয়ার সাবান এবং মাস্ক বিতরণ শুরু করা হয়েছে।
Leave a Reply