নকশী বার্তা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ক্রিকেটসংশ্লিষ্ট সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী জ্যাক পল গতকাল ২২ জুন, সোমবার এ তথ্য জানিয়েছেন। তার বরাতে দেশটির ক্রীড়াবিষয়ক পত্রিকা স্পোর্ট টোয়েন্টিফোর এ সংবাদ প্রকাশ করেছে
তবে আক্রান্তদের কোনো তথ্য জানাননি জ্যাক পল। এমনকি এদের মধ্যে কোনো ক্রিকেটার রয়েছেন কি না তাও জানাননি।
তিনি বলেন, ‘আমরা করোনা পরীক্ষায় পজিটিভ পেয়েছি। একশোর ওপরে করা পরীক্ষায় ৭ জনের ধরা পড়েছে।’
পরিচয় প্রকাশ না করার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের মেডিক্যাল এথিক্যাল প্রটোকল টিম আমাদেরকে করোনা পজিটিভ কারো নাম এবং পরিচয় প্রকাশের অনুমতি দেয়নি।’
জানা যায়, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সংশ্লিষ্ট সবার গণহারে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল সিএসএ। বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, টিম ম্যানেজমেন্টের সদস্য, ফ্র্যাঞ্চাইজি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট এবং চুক্তিভূক্ত ক্রিকেটারসহ ১০০ জনের বেশি সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে করোনায় আক্রান্ত ক্রিকেটারদের সারি দীর্ঘ হয়ে চলেছে। সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির পর দেশটির বর্তমান ক্রিকেটার হারিস রউফ, শাদাব খান, এবং হায়দার আলীর শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষায় গত শনিবার বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার ফলাফল পজিটিভ এসেছে। তার আগে সাবেক ওপেনার নাফিস ইকবাল ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply