নিজস্ব প্রতিনিধি : শিক্ষা, সম্পদ ও ঐতিহ্যের লীলাভূমি লাকসাম। এখানে রয়েছে কিংবদন্তী ঐতিহাসিক ব্যাক্তিত্ব ও বাংলাদেশের সর্বাধিক আলোচিত উপজেলা লাকসাম। এখানে প্রতি বছরই প্রতিভাবানদের মেধা বিকাশের প্রমান পরিলক্ষিত হয়।
২০২০ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায় যে, দক্ষিন কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “লাকসাম উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসা” কুমিল্লায় অন্যতম এবং লাকসামে শীর্ষে রয়েছে।
অত্র মাদরাসা হতে ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১৬জন(অ+) এবং ৪জন অ প্রাপ্ত হয়ে শতভাগ পাশ করেছে।
শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, পরিচালকদের সুনীবিড় তত্বাবধানে এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সমন্বয়ে সর্বপরি মহান আল্লাহ্র অপার মহিমায় এরূপ ঈর্ষনীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কাঙ্খিত ফলাফলের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। ভবিষ্যতে আরো উন্নত ফলাফল অর্জন এবং শিক্ষার্র্থীরা যেন দ্বীনের মশালবাহী ও দেশ প্রেমিক জাতীয় সম্পদ হিসেবে তৈরী হতে পারে এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
Leave a Reply