1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার নতুন আয়োজনে বাংলাদেশে ‘বড়লোকের বেটি’

  • প্রকাশকালঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৬০ জন পড়েছেন

বিনোদন প্রতিবেদক :
‘বড় লোকের বেটি লো’ গান দিয়ে গত মার্চ মাসে নতুন করে আলোচনায় আসে বলিউডের র‌্যাপার বাদশাহ। ওই গানটিকে আশ্রয় করে ‘গেন্দা ফুল’ শিরোনামে র‌্যাপ গান তৈরি করে আলোচনায় আসেন তিনি। গানটি মূল গীতিকার বাংলাদেশের রতন কাহার।

সেই সময় গীতিকারের নাম না দিয়ে সমালোচনায় পড়েন বাদশাহ। পরে অবশ্য এই গীতিকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন সেই গায়ক। নতুন খবর হলো এবার গানটি নতুন সংগীতায়োজন প্রকাশ করতে যাচ্ছেন দেশের শিল্পী জে কে মজলিশও বিন্দু কণা। রতন কাহারের লেখা ও সুর করা এই গান কথা ও সুর ঠিক রেখে নতুন আঙ্গিকে আনছেন তারা।

নতুন করে সংগীতায়োজনও করেছেন জে কে মজলিশ নিজেই। এটি প্রযোজনা করেছে আরটিভি। সম্প্রতি গান ভিডিওটির শুটিং শেষ হয়েছে।

গানটি নিয়ে জেকে মজলিশ বলেন, ‘গানটি অনেক পূরণো, কিন্তু এখনো গানটির আবেদন নতুনের মতই। আমারা নতুন আয়োজনে আবার দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’

বাদশা ও পায়েল দেবের গাওয়া ওই গানে মডেল ছিলেন বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এবার এই গানে মডেল হয়েছেন তরুণ মডেল আঁখি আফরোজ। এবারই প্রথম গানের মডেল হলেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। গান ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

জানা যায়, আগামী কোরবানি ঈদে আরটিভিতে প্রচারিত হবে গানটি। এরপরই আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম