মোজাম্মেল হক আলমঃ
সাংবাদিক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত ছিলেন। এই তথ্য জানিয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। এদিকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রও বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইইডিসিআর সূত্র জানায়, মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষায় দেখা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন। সংশ্লিষ্ট হাসপাতালকে সেটি জানানো হয়েছে।
এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের করোনা পজিটিভ থাকার বিষয়টি আইইডিসিআর আমাদের জানিয়েছে। সব প্রটোকল তার ব্যাপারে মানা হয়েছে।’
দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার ও স্বজনরা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন, সঙ্গে জ্বর ও কাশি ছিল। সোমবার থেকে শুরু হয় তার শ্বাসকষ্ট। এরপর মঙ্গলবার বিকাল নাগাদ অবস্থার অবনতি হলে তাকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়।
Leave a Reply