নকশী বার্তা ডেস্ক : দুই বছর আগেই মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। অথচ তার ব্যাট দুর্দান্তভাবে চলত তখনও।
কিন্তু গত ডিসেম্বর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, যে কোনো মূল্যে এবি ডি ভিলিয়ার্সকে জাতীয় দলে ফেরাবে দক্ষিণ আফ্রিকা।
এ নিয়ে কোচ মার্ক বাউচার ও তখনকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফের ব্যাট হাতে ভিলিয়ার্স মাঠে নামবেন বলে জানিয়েছিলেন তারা।
কিন্তু করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে যাওয়ায় ডি ভিলিয়ার্সের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শোতে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টন ডি কক বলেছেন, জাতীয় দলে ফেরার পথেই ছিলেন সাবেক অধিনায়ক ভিলিয়ার্স, কিন্তু পরিস্থিতি প্রতিকূলে চলে গেল।
তিনি আরও জানান, আমি বিশ্বাস করি, বিশ্বের যে কোনো দল এবি ডি ভিলিয়ার্সকে তাদের দলে পেতে চাইবে। আমরা তাকে অবসর ভেঙে দলে যোগ দিতে বলেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় এখন তার বিষয়ে ঠিক করে বলতে পারছি না। এখন আমাদের দেখতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক কবে হয়! এর মাঝে অনেক কিছু হতে পারে।
এডি ডি ভিলিয়ার্স যে এখনও মাঠ কাঁপাতে পারেন তা বোঝা গেল সেদিনও। সম্প্রতি হয়ে যাওয়া তিন দলের ক্রিকেট ম্যাচে ডি ভিলিয়ার্সই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
Leave a Reply