নকশী বার্তা ডেস্ক : যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ হাসিনা মানুষের কল্যানে রাজনীতি করেন। মানবসেবাই তার একমাত্র ব্রত। করোনা দুযোর্গে কোথাও কেউ না খেয়ে থাকেনি, এটাই তার প্রমান। যে কোনো দুযোর্গে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। করোনা ও বন্যা মোবেলায় যুবলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছেন। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি সহায়তা সামগ্রি পৌছে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, করোনা দুযোর্গে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। মানুষের অসহায়ত্ব নিয়ে অপপ্রচার করে তারা জনগণের দুশমনে পরিনত হয়েছে।
শনিবার রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বছরব্যাপী বৃক্ষরোপন কার্যক্রমে তিনি এসব কথা বলেন।
Leave a Reply