নকশী বার্তা ডেস্ক : ঈদ কিংবা কোন বিশেষ দিবস এলেই নাট্যাঙ্গনে শুরু হয়ে যায় ব্যস্ততা। নির্মাতা থেকে শুরু করে সব অভিনয়শিল্পীরা ঈদের আগে তুমুল ব্যস্ততা পার করেন। এবার ঈদে বেশ কিছু নাটক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।
জানা যায়, এবার ঈদে প্রচারিত হতে যাচ্ছে ইভানা অভিনীত ৮টি নাটক। এরমধ্যে ‘চড়ুই পাখির বাসা’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত; এখানে ইভানার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান। ‘টোনাটুনির গল্প’ তে শাওনের সঙ্গে জুটি বেঁধেছেন ইভানা; এটিও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
মাহমুদ মাহিনের পরিচালনায় ‘ডিপ্রেশন’ ও ‘ডিয়ার এক্স’ নাটকে ইভানার জুটি মুশফিক ফারহান। ‘রংবাজ’ ও ‘বউ এর চাপ’ নাটক দুটি পরিচালনা করেছেন হাসিব খান; এতে ইভানার জুটি মিশু সাব্বির। এছাড়াও মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি কাজ শেষ করেছেন; এখানে ইভানার সঙ্গে রয়েছেন শাওন। সবগুলো নাটকই এই ঈদে প্রচারিত হবে।
অন্যান্য সময়ের চেয়ে এবার ঈদে করা কাজগুলোর মধ্যে বেশ ভিন্নতা রয়েছে বলে জানান এই অভিনেত্রী। ইভানা বলেন, এবার ঈদে আমি অনেক বেছে কাজ করেছি। যার প্রত্যেকটা কাজই আমার খুব পছন্দের। এইবারের কাজগুলো নিয়ে আমি অনেক আশাবাদী। রোমান্টিক, স্যাড, ক্রাইসিস, ভালোবাসা সব ধরণের গল্পই রয়েছে এগুলোতে। গত ঈদে আমি কোন কাজ করিনি। এবার ঈদে চেয়েছি নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করতে।
Leave a Reply