বিশ্ব মুসলিম উম্মাহ্র সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ও চট্টগ্রাম – মীরসরাই বাসী ও সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক তরুণ কবি ও লেখক মোহাম্মদ আরাফাতুর ইসলাম চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- পবিত্র ঈদ উল আযহা সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়েছে, যা ত্যাগের মহিমায় ভাস্বর। সমাজের হিংসা, বিদ্বেষ, হানাহানি, পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানী আল্লাহতালার রহমত স্বরুপ। ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল আযাহা’র ত্যাগের শিক্ষা ধারণ করে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। সেই সাথে নির্দিষ্ট জায়গায় পশু কোরবানী করা, বর্জ্য দ্রুত অপসারণ করা, দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানো, হেলমেট ব্যবহার করা, ঈদ ছুটিতে যাবার সময় বাসায় তালা মারা, পানির কল বন্ধ করা, খোলা ট্রাক অথবা পিকআপে যাত্রী হয়ে না ওঠা, ডেঙ্গু প্রতিরোধে বাড়ীর আশপাশ পরিচ্ছন্ন করা।
প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক, এই প্রত্যাশা করছি। পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। পবিত্র ঈদ-উল-আযহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি। তিনি সকলের সুখ-শান্তি, সমৃদ্ধি ও শারিরিক সুস্থতা কামনা করেন।
Leave a Reply