মোজাম্মেল হক আলম :
কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেলেন কুমিল্লার লাকসামের কৃতি সন্তান আ.ন.ম বদরুদ্দোজা রোমান। তিনি লাকসামের বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিঞার গর্বিত সন্তান। এর আগে তিনি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, বদরুদ্দোজা রোমান লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষে চট্টগ্রাম ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২৯তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে (বিসিএস-এডমিন) উত্তীর্ণ হন। ২০১0 সালে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সর্বপ্রথম তিনি শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবনের সূচনা করেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের পটিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পাশাপাশি দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৫ মাস যাবৎ তিনি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুলাই কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পান আ.ন.ম বদরুদ্দোজা রোমান।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বদরুদ্দোজা রোমান শৈশব থেকেই স্বদেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠেন। সরকারি চাকরী জীবনের গত ১০ বছরে তিনি জনসাধারণের কল্যাণে নিবেদিত ছিলেন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জনসাধারণের সাথে তার সম্পর্ক ছিলো বন্ধুত্বপূর্ণ। দায়িত্বরত প্রত্যেক এলাকায় তার কার্য্যালয় ছিলো জনসাধারণের জন্য উন্মুক্ত। যে কোনো সময় যে কেউই তার থেকে সরাসরি সেবা পেতেন। তার কার্য্যালয় ছিলো অনিয়ম ও দুর্নীতিমুক্ত। সর্বশেষ গত ৫ মাস যাবৎ চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে চলমান করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ মুহূর্তেও তিনি জনহিতকর কর্মকান্ডে শতভাগ সক্রিয় ছিলেন। দায়িত্বরত প্রত্যেক এলাকা থেকেই বিদায়কালে সদালাপী, মিষ্টভাষী ও নিরহংকারী সরকারি কর্মকর্তা বদরুদ্দোজা রোমানের জন্য অশ্রুবিসর্জন দিতে দেখা গেছে জনসাধারণকে।
পদোন্নতির অনুভূতি জানতে চাইলে বদরুদ্দোজা রোমান বলেন, ‘মুক্তিযোদ্ধা পিতার সন্তান হিসেবে আমি শৈশব থেকেই জনকল্যাণে নিবেদিত হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি। সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ পালনে আমি বদ্ধপরিকর। আমার ক্রমাগতিক প্রাপ্তি ও পদোন্নতি আমি আমার পরিবার শুভাকাঙ্খীদেরকে উৎসর্গ করছি। আগামী জীবনেও অর্পিত দায়িত্ব যথাযথ পালনে আমি সবার আন্তরিক দোয়ার মুখাপেক্ষী।’
Leave a Reply