মোজাম্মেল হক আলম :
“বন্ধুত্বের হাত ধরে চল এগিয়ে যাই আগামীর পথে” এই স্লোগানে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ৫ম ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান বচাইপাস সাদেক চেয়ারম্যান প্লাজায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যপী মহামারাী করোনায় সীমিত পরিসরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি এ.টি.এম নুরুল হুদা রাজু, সহ-সভাপতি মোঃ আব্দুল ওহাব, শুভব্রত সাহা, সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম মশু, মামুন খান, আব্দুর রহিম, মোঃ নজরুল ইসলাম, সুমন সিংহ, বিজন সাহা, রাশেদ, শাহীন, আরিফ মজুঃ, মাসুদ, দেলোয়ার, জামাল, মোবারক, শাহআলম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারন করে শিক্ষার্থীরা বলেন, বন্ধুত্বের বন্ধনকে দৃড় করার এই প্রয়াস যেন সবার মাঝে বিরাজ থাকে। বন্ধুদের সাথে দেখা করার এই আকূলতা সব মানুষের। বন্ধুত্ব মানে বন্ধুত্বই। এটি এমন এক শব্দ, যার কোনো সংজ্ঞা দরকার হয় না। ভালো-খারাপ সব মিলিয়েই যাকে ভালোবাসা যায় সেই তো বন্ধু।
তারা আরো বলেন, যদিও নাগরিক জীবনে সবাই ব্যস্ত নিজস্ব জীবন নিয়ে! কিন্তু জীবন মানেই ভালোবাসার সুযোগ। আর ভালোবাসার সবটা জুড়ে থাকে বন্ধুর দল। বন্ধু মানেই স্কুল পালানো এক দল দুরন্ত কিশোর কিশোরী। পথ চলতে চলতে মানুষের জীবন অনেকের সাথেই বন্ধুত্ব হয়! কিন্তু স্কুল কলেজের বন্ধুদের সাথে তার তুলনা চলে না। স্কুল কলেজের বন্ধু মানেই দলাদলির দিন গলাগলির দিন হঠাৎ অকারনে হেসে ওঠার দিন। হেলেন কেলারের ভাষায় বলতে হয়, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
Leave a Reply