মোজাম্মেল হক আলম :
লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে (১৫আগষ্ট) শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীরা শোক-শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন বাঙ্গালীর অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
নেতাকর্মীরা সম্মিলিত ভাবে শোক দিবসের প্রথম প্রহরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ওই ওয়ার্ডের সকল মসজিদে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাদ যোহর, আছর ও মাগরিব নামাজ শেষে মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত এবং তাবারক বিতরণ করেন।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক আলমগীর হোসেনের সভাপতিত্বে মিলাদ-মাহফিলে উপস্থিত ছিলেন, উত্তরদা ইউনিয়ন আওয়ামীলীগ প্রফেসর মঞ্জুরুল আলম, নেতা এমদাদ হোসেন, ইমাম হোসেন, উত্তরদা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মামুন, আজগরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক মোঃ বাদল, প্রবাসী গোলাপ হোসেন, মেম্বার আবদুর রহমান, আজগরা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীন মোহাম্মদ, উত্তরদা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এসময় তারা বলেন, ‘১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। আমাদের জন্য এটি একটি লজ্জাজনক দিন। এদিন স্বাধীনতার অগ্রদূত, বাংলাদেশের রাজনৈতিক চিন্তার এবং মুক্তিযুদ্ধের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। জাতির জন্য এটা ছিল শোকাবহ এক লজ্জাজনক দিন।’ ‘বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি স্বাধীনতার দাবি থেকে পিছু হটেননি। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল। দেশের মানুষের জন্য তার ভালোবাসা ছিল সীমাহীন।’
Leave a Reply