লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে ধর্ষনের চেষ্টার ঘটনার (১৬ মে) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাতাখালি গ্রামের এক গৃহ বধু৷
অভিযোগ সুত্রে জানাযায়, পৌরসভার ৬নং ওয়ার্ড বাতাখালী মাওলানার বাড়ির হতদরিদ্র রিক্সা চালক মহন মিয়া ৪/৫ মাস আগে ২য় বিয়ে করে বাসা ভাড়া নিয়ে অন্যত্র চলে যায়৷ ওই গৃহ বধুর স্বামীর অনুপুস্থিতিতে, বিভিন্ন সময় পাশের বাড়ীর সফিকুর রহমান (৫০) ওই মহিলাকে আজেবাজে কথা বলে এবং কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে থাকে৷
এই ধারাবাহিকতায় গত ১২ মে মঙ্গলবার রাত ৯টায় পাশের বাড়ি মৃত আনা মিয়ার ছেলে সফিকুর রহমান (৫০) তাকে ঘরে একা পেয়ে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সফিকুর রহমান তাকে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তার আত্যচিৎকারে লোকজন এগিয়ে এলে, সফিকুল রহমান পালিয়ে য়ায়।
মোহন মিয়ার স্ত্রী তাৎক্ষণিক স্থানীয় গন্যমান্যদের কাছে ঘটনাটি জানায় ও বিচার দাবি করে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপার সৃষ্টি হয়।
অপর দিকে একই ঘটনায়, স্হানীয় মৃত আলী মিয়ার ছেলে ফজলু হক এ ঘটনাটি নিয়ে প্রতিবাদ ও বিচারের দাবী করাতে, গত বৃহঃবার রাতে ধর্ষক সফিকুর রহমানের পরিবারের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে৷
হামলায় আহত ফজলুর হক বলেন, ঘটনার বিচার দাবি করায় ক্ষিপ্ত হয়ে রাতে আমার উপর হামলা চালার৷ মৃত আনামিনার ছেলে মহিন উদ্দিন, জসিম উদ্দিনসহ ৪-৫ জন আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় তারা।
এ বিষয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার বলেন, ঘটনাটি লজ্জাজনক৷ বিচার দাবী করায় রাতে ফজলু হকের উপর হামলাও দুঃখ জনক৷
লাকসাম থানার ওসি মাঃ নাজাম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে আইগত ব্যবস্থা নেয়া হবে৷
Leave a Reply