কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত ঐতিহাসিক টাউনহল ও বীরচন্দ্র নগর মিলনায়তনকে ভেঙ্গে আধুনিকরুপে সজ্জিত করা হবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সাড়ে ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগ সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর।
মতবিনিময় সভায় তত্ববধায়ক স্থপতি আসিফ রহমান ভূঁইয়া নতুন নকশায় টাউন হল ও বীরচন্দ্র পাঠাগারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় জানানো হয় নতুন স্থাপনায় পুরোনো ফ্লেবার রেখেই নতুন আদলে ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নভাবে তৈরী করা হবে। যেখানে একদিক দিয়ে প্রবেশ ও অন্য দিক দিয়ে প্রস্থানের ব্যবস্থা করা হবে। থাকবে দুটি বেজমেন্ট। যেখানে অন্তত ৭০ টি গাড়ি পার্কিং করা যাবে। আর অন্তত ৬০৫ জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। তবে মতবিনিময় সভায় উপস্থিত সবাই আসন সংখ্যা আরো বাড়ানোর পরামর্শ দেন।
এদিকে স্লাইড শোতে দেখানো হয়, রফিকুল ইসলাম মুক্ত মঞ্চ ও শহীদ মিনারসহ সবকিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া থাকবে। এখানে পূর্ব ও পশ্চিম থেকেও টাউনহলের সৌন্দর্য্য উপভোগ করা যাবে।
মতবিনিময় সভায় সাংসদ বাহার আরো বলেন, কুমিল্লায় মর্ডাণ স্কুলের প্রজেক্ট বাতিল করে দেয়া হয়েছে। একজন সাংবাদিকের স্ত্রীর জন্য কুমিল্লায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয় নি। এমন সব প্রতিকূল পরিস্থিতির মাঝে আমাকে কাজ করতে হচ্ছে। গত ৭ বছর ধরে টাউন হলের আধুনিকায়ন নিয়ে কাজ করছি। সংস্কৃতি মন্ত্রনালয় আশ্বস্থ করেছে। আশা করি সুন্দর একটি স্থাপনা হবে।
Leave a Reply