1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এফ.আই.কে হাসপাতাল প্রতিষ্ঠাতা পরিচালক, ফখরুল ইসলাম খান সি আই পির সাথে কবিতা মঞ্চের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশকালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ জন পড়েছেন
মোঃ মনির উদ্দিন মান্না, আরব আমিরাত প্রতিনিধি :
সাহিত্য হৃদয়ের প্রতিধ্বনি। সভ্যতা নির্মাতা। কবি-সাহিত্যিকরা শব্দের দৃষ্টিনন্দন পোশাকে উপস্থাপন করেন স্বপ্ন, আশা, প্রেম ও ভালোবাসা। ছন্দের রঙে রাঙিয়ে এগিয়ে দেন শিল্প ও সংস্কৃতি। সমাজ ও রাষ্ট্র। এক কথায় সাহিত্যের কাঁধে ভর করেই অক্ষুণ থাকে শিল্প ও সংস্কৃতি। মানুষ ও সমাজ। যখন আবির্ভাব ঘটে তখন বাংলা সাহিত্য তার স্বর্ণশিখরে অবস্থান করছে।বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা সমাজে আধিপত্য বিস্তার করে আছে। সে সময়ে যেসব কবি সাড়া জাগিয়েছিলেন তাদের অন্যতম মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।
গত ০৫ সেপ্টেম্বর, শনিবার ২০২০, ২১ ভাদ্র ১৪২৭, সন্ধ্যায় আবুধাবিস্থ স্থানীয় একটি হোটেল এক সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়। বরেণ্য কবি ও কথা সাহিত্যিক মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি।
প্রধান বক্তা ছিলেন আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, আরব আমিরাতের নাগরিক শেখ নাসের, উপদেষ্টা মোহাম্মদ আক্তারউদ্দিন পারভেজ, কবি, লেখক ও সাংবাদিক মনিরউদ্দিন মান্না, তরুণ কবি আরাফাতুই ইসলাম চৌধুরী, লেখক রাজু আহম্মেদ, ইঞ্জিনিয়ার সোহেল আহম্মদ, বাবু দীপক চন্দ্র দাস, ইসলামি চিন্তাবিদ ইমরান হোসাইন,ইমাম হোসেন , বোরহান উদ্দীন, কামাল সহ প্রমুখ।
এফ,আই, কে হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি জাতীয় কবিতা মঞ্চের নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানিয়ে বলেন -আমার পিতা প্রয়াত হাজী শাহ আলম ও আমার মমতাময়ী মা সুখিনা বেগমের একটি হাসপাতালের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেইটি বাস্তবায়ন করতে যাচ্ছি। এফ,আই, কে হাসপাতালের মতো ১০ হাসপাতাল হবে বাংলাদেশে। ইনশাআল্লাহ। এফ,আই, কে, হাসপাতাল  (বিশেষায়িত হাসপাতাল 24×7) বিশ্বমানের হাসপাতাল উদ্বোধন হবে শীঘ্রই। বিশ্বমানের স্পেশালিস্ট, সম্পূর্ণ নতুন আঙ্গিকে সু-বিশাল পরিসরে এফ,আই, কে, হাসপাতাল (F.I.K.HOSPITAL) এর জন্য বিশ্ব মানের দুইটি এ্যাম্বুলেন্স ক্রয় করেছি । বাংলাদেশে চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বারইয়ারহাট পৌরসভার জোরারগঞ্জ পুলিশ স্টেশন সংলগ্ন বিশ্বমানের স্পেশালিস্ট হাসপাতাল শুভ উদ্বোধন অনুষ্ঠান উদযাপিত হবে। বিশ্বমানের দেশের স্বনামধন্য ডাক্তার ও বিশ্ববিখ্যাত ডাক্তারদের চিকিৎসা সেবার সব সুযোগ-সুবিধা নিয়ে গডে উঠবে অত্যাধুনিক এই হাসপাতাল আর এতে দিন দিন বিভিন্ন শহর ও বিদেশমুখী রোগীদের দেশের চিকিৎসায় আস্থা ফিরে আনার এবং শহর ও গ্রামীণ জনপদের চিকিৎসাসেবা নিশ্চিত করণের উদ্দেশ্যেই এ নান্দনিক হাসপাতালে কার্যক্রম শুরু হবে। গ্রামীণ জনপদের রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভার প্রাণকেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন অবকাঠামোয় গড়ে ওঠা এফ আই কে হাসপাতাল এক যুগান্তকারী চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
এফ আই কে হাসপাতাল এর সাথে অন্য সাধারণ হাসপাতালগুলোর সঙ্গে এর কোনো মিল থাকবে না। এখানে থাকবে না কোনো দালালের দৌরাত্ম্য থাকবে না কোনো প্রকার বিশৃঙ্খলা। শুধু তাই নয়, বিশেষায়িত এই হাসপাতালে গেলে যে কারও মন ভালো হয়ে যাবে এর নান্দনিক অবকাঠামো দেখে। চিকিৎসাসেবার জন্যও এখানে থাকবে অনেক আয়োজন। থাকবে আধুনিক প্রযুক্তির সব চিকিৎসা সরঞ্জাম। সেবা দিতে সবসময়ই প্রস্তুত থাকবে দক্ষ চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা। প্রয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিতে পারবেন চিকিৎসা প্রার্থীরা। শুধু তাই নয়, হাসপাতালটি একদিন দেশ ছাডিয়ে বিশ্বের অনুরূপ হাসপাতালে পরিণত হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ এফ আই কে ডেভেলপমেন্ট কোম্পানি। মূলত চিকিৎসার জন্য যেন দূর-দূরান্তে ও বিদেশে যেতে না হয় সেই লক্ষ্য নিয়েই গড়ে তোলা হবে এফ আই কে বিশেষায়িত হাসপাতাল। থাকবে দরিদ্র রোগীদের বিশেষ সুযোগ-সুবিধা। সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ রয়েছে। থাকবে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার বিশেষ ব্যবস্থা।
এ ছাড়া প্রতিবন্ধী আর মা ও নারীদের সেবায় অগ্রাধিকার দেওয়া হবে। আইসিইউ, ইন পেটিয়েন্ট সার্ভিস। রোগীদের অতিথি ভবন, প্রসাশনিক ভবন শিশুদের জন্য প্রজাপতি পার্ক অনেকগুলো ভবন সংযুক্ত থাকবে এই অত্যাধুনিক হাসপাতালকে ঘিরে। মেডিসিন, নিউরোমেডিসিন, স্ত্রী রোগ ও প্রসূতি, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কপিক সার্জারি, শিশুরোগ, চক্ষু বিভাগ, নাক কান গলা বিভাগ, মাইক্রোবায়োলজি, চর্ম, অ্যালার্জি ও ভিডি রোগ, হাড় ও আঘাতজনিত রোগ, হৃদরোগ, গেস্টোএন্টারলজি ও হেপাটলজি, লিভার রোগ, ইউরোলজি, ডায়টারি, প্যাথলজি। থাকবে দুটি অত্যাধুনিক জীবনরক্ষাকারী বিশ্বমানের এম্বুলেন্স সাথে স্পেশালিস্ট নার্স ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সার্ভিস। ৪ডি আল্ট্রাসাউন্ড, এমআরআই (১.৫ টেসলা), অত্যাধুনিক অপারেশন থিয়েটার।আমি মা ও বাবার ইচ্ছেতে মানব সেবায় নিজেকে নিবেদিত করেছি চিকিৎসাসেবার নৈরাজ্য দেখে আমার মন কেঁদে ওঠে চিকিৎসা সেবার অপ্রতুলতায় অনেক প্রাণ অকালে ঝরে যাচ্ছে গ্রামীণ জনপদে চিকিৎসাসেবা নিশ্চিত করণে আমার এই উদ্যোগ কিঞ্চিৎ মানবতার উপকার সাধন করতে পারে নিজেকে ধন্য মনে করবো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীর মুক্তি যোদ্ধা, বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম -১ (মীরসরাই) জাতীয় সংসদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয় সহ বর্তমান সরকারের সকল এমপি, মন্ত্রী ও প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার এলাকার সকল সাধারণ মানুষের দোয়া কামনা করছি। এবং জাতীয় কবিতা মঞ্চের কবিরা প্রবাসের কঠিন কর্মব্যস্ততার মাঝে সাহিত্য চর্চা খুবই কষ্টসাধ্য। তারপরও এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে যারা সাহিত্যকে বুকে ধারণ করে দেশ প্রেমে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিরলস প্রচেষ্টা চালিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন তারা সাহিত্যাঙ্গনে জাতির জন্য এক একটি নক্ষত্র। পরে নিশি কবিতার আড্ডা ও সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম