নকশী বার্তা ডেস্ক : ইসলামী লেবাসের মধ্যে একটি হল টুপি, যা শান্তির প্রতিচ্ছবি বা মুসলমানের নির্দশন। টুপি ইসলামী সংস্কৃতির একটি অংশ। ইসলামে টুপি কোন রঙের হবে, তার ধরন কেমন হবে, কখন কোথায় পরতে হবে- তার সবিস্তারে বর্ণনা রয়েছে।
আল্লাহতায়ালা নিজেই বলেছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আল-আহযাব : ২১)। সুতরাং রাসূলের সব কাজ ও কথা আমাদের পালনীয় ও মান্য করার বস্তু।
তার নির্দেশ আল্লাহতায়ালাই দিচ্ছেন। হে রাসূল! আপনি বলুন, যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ কর। তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। (সূরা ইমরান : ৩১)।
এখানে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূল (সা.)-এর অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। যে কাজ রাসূল (সা.) যেভাবে করেছেন সে কাজ সেভাবেই করা হল তার অনুসরণ করা।
হাসান বিন মেহরান থেকে বর্ণিত- একজন সাহাবি বলেছেন, ‘আমি রাসূল (সা.)-এর সঙ্গে তাঁর দস্তরখানায় খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’। (আল ইসাবাহ ৪/৩৩৯)।
উম্মুল মু’মিনিন আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানবিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামি টুপি পরতেন। (আখলাকুন নবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামে পৃ. ২০২)। এতে বুঝা যায়, রাসূল (সা.) টুপি সর্বাবস্থায় পরতেন। এভাবে আরও অনেক হাদিস রয়েছে।
টুপি পরার ব্যাপারে সাহাবায়ে কেরামের আমলও ছিল ব্যাপক। তাবেয়ি ও তাবে-তাবেয়ি থেকে আজ পর্যন্ত টুপি পরার আমল ধারাবাহিকভাবে চলে আসছে।
বুখারি শরিফে প্রচণ্ড গরমের কারণে কাপড়ের ওপর সিজদা করার অধ্যায়ে উল্লেখ রয়েছে- হজরত হাসান বসরি (রহ.) বলেন, তারা সাহাবায়ে কেরাম (রা.) পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন। (সহিহ বোখারি-১/৮৬)।
সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন- আমি প্রথম সারির মুহাজিরদের দেখেছি, তারা সুতির পাগড়ি পরিধান করতেন। কালো, সাদা, লাল, সবুজ ও হলুদ ইত্যাদি রঙের। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার ওপর টুপি রাখতেন। অতঃপর তার ওপর পাগড়ি ঘুরিয়ে পরতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা ১২/৫৪৫)।
আবদুল্লাহ ইবনে উমর (রা.) মাথা মাসেহের সময় টুপি উঠিয়ে নিতেন এবং অগ্রভাগ মাসেহ করতেন। (সুনানে দারা কুতনি, হাদিস : ৫৫; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস : ২৮৮)।
এমন অনেক হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম নিয়মিত টুপি পরতেন। এভাবে তাবেয়ি, তাবে-তাবেয়ি ও ইমামদের থেকেও বর্ণিত রয়েছে টুপি পরার কথা। ইমাম আবু হানিফা উঁচু টুপি পরতেন। (আলইনতিকা, পৃষ্ঠা : ৩২৬; উকুদুল জুমান, পৃষ্ঠা : ৩০০-৩০১)।
ইমাম মালেক (রহ.) যখন হাদিস বর্ণনার জন্য বের হতেন তখন অজু করতেন, টুপি পরতেন ও দাড়ি আঁচড়ে নিতেন। (আলজামে, খতিব বাগদাদি ১/৩৮৮, বর্ণনা : ৯০৩)।
লেখক : পরিচালক, ইসলাহ বাংলাদেশ, আশরাফাবাদ, ঢাকা-১২১১
Leave a Reply