1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এলজিআরডি মন্ত্রীর পক্ষে লাকসামে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
পূর্বাঞ্চলীয় ডুয়েলগেজ রেললাইনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ঢাকা যাওয়ার পথে লাকসাম রেলওয়ে জংশনে যাত্রা বিরতি দেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রীর বিরতিকালে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির পক্ষ হতে লাকসাম রেলওয়ে জংশন প্লাটফর্মে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।
এসময় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষ থেকে লাকসাম উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা জানান।
যাত্রা বিরতিকালে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন জানান, দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের কক্সবাজার প্রান্তের বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি ও পূর্বাঞ্চরীয় ডুয়েলগেজ রেললাইনের উন্নয়ন কাজ পরিদর্শনে করেন তিনি।
তিনি আরো বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প দেশের ফাস্ট ট্র্যাকভুক্ত এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত খুবই সহজ হবে এবং অধিক সংখ্যক পর্যটক কক্সবাজারে আসবে এবং এ রেললাইনটি আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এলজিআরডিমন্ত্রী মোঃ তাজুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম