সংক্রমণ বাড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছে গ্রিসের স্কুল।
এদিকে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯ লাখ ৫০ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৫ হাজার ৪শ’ ৭৫ জন। এছাড়া বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ১৮৩ জন।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৭৪ হাজার ৫৯৬ জন। আর দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ২ হাজার ২১৩ জনের।
এদিকে, ভারতে করোনা শনাক্তের সংখ্যার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ১২ হাজার ৬৮৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৪০৪ জনের। আর গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৪ জনের।
আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারতের পরের অবস্থানে থাকলেও মৃতের সংখ্যা বেশি ব্রাজিলে। ল্যাটিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৪৪ লাখ ৫৭ হাজার ৪৪৩। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ৩১জন। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৭ জনের।
অন্যদিকে, শনাক্তের সংখ্যার দিক থেকে তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও মৃতের সংখ্যার দিক থেকে ভারতের পরেই মেক্সিকোর অবস্থান। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩০০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ হাজার ১৭৯ জন। মেক্সিকোতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ১৩১ জন।
করোনা শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি মেক্সিকোতেই। দেশটিতে শনাক্ত বিবেচনায় মৃতের হার ১৩ শতাংশ।
Leave a Reply