কুমিল্লা প্রতিনিধি : ব্লাস্ট কুমিল্লা ইউনিটের উদ্যােগে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে জেলার বেসরকারী উন্নয়ন সংগঠন এনজিও প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালি, ব্র্যাক এর জেলা সমন্বয়ক জিয়াউদ্দিন আহমেদ, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাশেদা আক্তার, পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী এনায়েতউল্লাহ মাহতাব, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, পল্লী উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুল মালেক, এলডিপির নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, দিয়ার নির্বাহী পরিচালক আবুল কাশেম, দৃষ্টির প্রকল্প কর্মকর্তা রীনা রানী দত্ত, ওয়াইডাব্লিউসিএ’র কমিউনিটি সুপারভাইজার পান্না রানী দে, ওয়ারবী ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের সেন্টার ইনচার্জ জাফরউল্লাহ, ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা এড. সানাউল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান।
সভায় জানানো হয়, ব্লাস্ট দীর্ঘদিন যাবত আইনী সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনগত অধিকার সুরক্ষায় গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে বিনামূল্যে মামলা পরিচালনা করে আসছে। এ ছাড়া ব্লাস্ট সাধারণত পারিবারিক, ফৌজদারী, দেওয়ানী, ভূমির মালিকানা ও মৌলিক অধিকার নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি ব্লাস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা, বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনের জন্য অধিপরামর্শ ( এ্যাডভোকেসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লাস্ট মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে। সভায় ব্লাষ্ট কার্যক্রম সাধারণ মানুষকে অবহিত করার জন্য এনজিও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply