মোজাম্মেল হক আলম :
করোনা মুক্তির প্রার্থনায় লাকসামে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মন্ডপগুলোতে ছিল সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরাও একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করেন সনাতন ধর্মাবলম্বীর।
মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এবার সীমিত পরিসরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে লাকসামে ৩৪ টি পূজা মন্ডপে একযোগে শারদীয় দূর্গোৎসবের সূচনা হয়। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকেল থেকে শুরু করে সন্ধ্যাবধি আনন্দঘন পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে লাকসাম জগন্নাথ মন্দির সংলগ্ন জগন্নাথ দীঘিতে প্রতিমা বিসর্জন করেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সময়ে মহামারী করোনার কথা বিবেচনা করে একাধিক পূজা মন্ডপের প্রতিমা স্ব স্ব এলাকায় বিসর্জন করা হয়।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, লাকসাম পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শচীন্দ্র কুমার দাশ, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, যুবলীগ নেতা নিমাই সাহা প্রমুখ।
এদিকে পৌর ৪নং ওয়ার্ড উত্তর লাকসাম কালী বাড়ি মা দূর্গা সংঘ পূজা মন্ডপে পৃথক ভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ আয়োজনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আগত সহ¯্রাধিক ভক্তবৃন্দের নৈশভোজ ও মিষ্টান্নের আয়োজন করেন পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অতুল চন্দ্র দাশ, উত্তর লাকসাম কালী বাড়ি মন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব সাহা, সাধারণ সম্পাদক দুলাল সাহা, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজিবুর রহমান লুহিন, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সাগর সিং, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল হায়দার আব্দুল আলিম, রফিকুল ইসলাম রাসেল, জাফর আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাঈন উদ্দিন জনি, সহ-সভাপতি অপু দাশ অনিক প্রমুখ।
Leave a Reply