মোজাম্মেল হক আলম :
করোনাকালের দীর্ঘ বিরতির পর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আজগরা হাজ্বী আলতাপ আলী হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবলু খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, খোরশেদ আলম, আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, ছায়েদুল হক লিটন, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম দয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ প্রমুখ।
সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও প্রত্যেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply