1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসাম জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের ইন্তেকাল

  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৬৩ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলায় মো. ফখরুল ইসলাম (৫৯) নামে একজন শিক্ষক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফখরুল ইসলাম উপজেলার মুদাফরগন্জ দক্ষিণ ইউনিয়নের জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ স্কাউট লাকসাম উপজেলার কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

আজ রবিবার বিকেলে জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কিছুদিন থেকে তিনি জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ভুগছিলেন।

এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ অক্টোবর কুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। অবশেষে শনিবার দিবাগত রাতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক ফখরুল ইসলামের মৃত্যুতে লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি অধ্যক্ষ তপন চন্দ্র সাহা ও সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন হেলাল এবং সাপ্তাহিক নকশী বার্তা পরিবার গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম