লাকসাম প্রতিনিধ :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল ( সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে সারাদেশের ন্যায় লাকসামের পশ্চিম অঞ্চলের জনপদ মুদাফরগঞ্জ দক্ষিন ইউনিয়নের শ্রীয়াং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওলামা কমিটির আয়োজনে আজ বাদে জুম্মা শ্রীয়াং বাজারে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীয়াং ওলামা কমিটির সভাপতি মাওলানা মুসলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন বিশিষ্ট ছাত্রনেতা ও ইসলামিক বক্তা মাওলানা ইসমাইল হোসেন শেখ, বক্তব্য রাখেন – শ্রীয়াং ওলামা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মান্নান ভূইয়া,শ্রীয়াং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহীউদ্দীন, শ্রীয়াং দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দীন, শ্রীয়াং উত্তর পাড়া মসজিদের খতিব মহাফেজ মাওলানা আবুল কাশেম, যুবসমাজের পক্ষে মোঃ আশিক মজুমদার প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন -মাওলানা রিয়াদ মজুমদার, মাওলানা আলী মতুর্জা,শ্রীয়াং ছাত্র মানব সেবা সংস্থার সভাপতি মোঃ জহিরুল ইসলাম, হাফেজ হাসান ফরাজী, হাফেজ মোরশেদ আলমসহ ওলামা-মাশায়েক ছাত্র-যুব জনতাসহ এলাকারা হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লিগন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন- ফ্রান্স সরকারের মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শণ করে বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে জানিয়ে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবির পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
Leave a Reply