1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লাকসামে মানববন্ধন

  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৩৩ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
সারা দেশে সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কুমিল্লার লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুমিল্লা-নোয়াখালী মহসড়কে লাকসাম হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট ও লাকসাম পূজা উদযান পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবনন্ধনে বক্তারা বলেন, যেকোনো ঘটনায় হামলার শিকার হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। একটি দেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা মেনে নেওয়া যায় না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই তার কাছে আকুল আবেদন, সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। বিগত সময়ে আপনি দেশের অনেক বড় বড় সন্ত্রাসীদের শাস্তি দিয়েছেন। সারাদেশেই সরকারদলীয় নেতাদের আশ্রয়ে-প্রশ্রয়ে অনেক বড় বড় সন্ত্রসী হিন্দুদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। কাজেই তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, সংখ্যালঘু বলে হিন্দুরাও ঘরে বসে মুখ বুঝে এসব অন্যায় মেনে নেব না। আমরাও আন্দোলনে নেমে পড়ব।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এ্যাড. বিকাশ চন্দ্র সাহা, দিলীপ কুমার দাস, ডা. শচীন্দ্র দাস, সনজিত সাহা, হারাধন পাটোয়ারী, প্রবীর দাস, ফনি ভূষন সিংহ, বিরাজ কান্তি সিংহ, নিমাই সাহা।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোটের সভাপতি লাল মনি সাহা, সাংবাদিক চন্দন সাহা, বাবুল দাস, টিটু মজুমদার, সনজিত আচার্য্য, কার্ত্তিক দেবনাথ, বিকাশ দেবনাথ, স্বপন দেবনাথ, সাজু কাহা, অমল কান্তি সাহা, ঐক্য পরিষদের রতন লাল দাস, জীবন দেবনাথ, প্রবির সাহা, গোপাল সাহা প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম