মুজিববর্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, সাংবাদিক নেতা ডিবিসির টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিল সদস্য ও গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, কাউন্সিলের অপর সদস্য নুরে আক্তার জাহান সীমা।
স্বাগত বক্তব্য রাখেন,কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী। পরে অতিথিরা ক্লাবভবনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।
উল্লেখ্য. বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে বঙ্গবন্ধুর নিজ জেলা গোপালগঞ্জ প্রেসক্লাব ও কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে।
Leave a Reply