কুমিল্লা প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে নিয়ে কুমিল্লা টাউন হলে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
এসময কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আল আমিনসহ সমবায়ীরা। উদ্বোধন এর পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, সমবায় এগুলে বাংলাদেশ এগুবে। স্বাধীনতা যুদ্ধের পর, খাদ্য ঘাটতি লাগবে বঙ্গবন্ধু সমবায় কে প্রতিষ্ঠা করে সুসম বন্টনের ব্যবস্থা করেছিলেন। কাগজে সমবায়ী না হয়ে, প্রকৃত সমবায়ীরা যেন সদস্য হয,সেদিকে খেয়াল রাখতে হবে।সমবায়ের মাধ্যমে ফরমালিন মুক্ত মাছ,সব্জি সহ পন্য বিক্রির ব্যবস্থা করা যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ সমবায় একাডেমি কুমিল্লার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিদাস ঠাকুর,আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সমবায়ী এডভোকেট নাজমুস সা-দাত।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আল আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায়ী আব্দুস ছাত্তার। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
Leave a Reply