মোজাম্মেল হক আলম :
ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে লাকসামে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর লাকসাম উপজেলা শাখা। বুধবার বিকেলে লাকসাম-নোয়াখালী মহাসড়কে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধান বাজার জামে মসজিদে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জন এবং অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি উদার্থ আহ্বান জানান। বক্তারা বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুই শ’ কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ। ফ্রান্স সরকার প্রধান গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। তাই ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদার্থ আহবান জানান বক্তারা।’
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসেম (আমদুয়ারের হুজুর), সদস্য মাওলানা আফজালুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম আব্বাসী, মাওলানা এম বাশার, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কালাম, মাওলানা তোফায়েল হোসেন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা রবিউল হোসেন হেলালী, মাইনুল হোসেন চৌধুরী হেলালসহ জেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ। এসময় সংগঠনের জেলা ও উপজেলা শাখার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply