নকশী বার্তা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত উন্নয়ন আমাদের ধ্বংস ডেকে আনবে। এজন্য সকল কাজ পরিকল্পনামাপিক করতে হবে। উচ্চ বিত্তদের জন্য উঁচু ভবন করলে চলবে না, সবার জন্য ঢাকা করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিউট আয়োজিত নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর সাংবাদিকদের নগর পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনাবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপনীতে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লেনার্সের সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ।
মো. তাজুল ইসলাম বলেন, নতুন করে গুলশান থেকে বারিধারা পর্যন্ত লেক সংস্কার করা হবে। লেকের দুই পাশে ওয়াকওয়ে করা হবে। গুলশান থেকে বনানী লেকের উপর নান্দনিক ব্রিজ নির্মাণ করা হবে। হাতিরঝিলের মতো ইঞ্জিনচালিত নৌকা দেওয়া হবে। সবাই যেন খুব দ্রুত হাতিরঝিল থেকে বারিধারা যাতায়াত করতে পারে।
অনুষ্ঠানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ, সাবেক সভাপতি অমিতোষ পাল, সহসভাপতি কামরুন নাহার শুভা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল মামুন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমনসহ সংগঠনের ৩০ জন সদস্য প্রশিক্ষণে অংশ নেন।
এর আগে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
Leave a Reply