মোজাম্মেল হক আলম :
লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর রবিবার দিনব্যাপী আজগরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সকালে আজগরা হাজ্বী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, শিক্ষক বিল্লাল হোসেন বিএসসি, নেছার উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, দেবাশীষ ভৌমিক, সুজিত কুমার সাহা, ওমর ফারুক, আবু জাহিদ, কোহিনুর আক্তার, এসএম ডালিয়া, মরিয়ম আক্তার, ইউপি সচিব রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।
Leave a Reply