নাঙ্গলকোট প্রতিনিধি :
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রাধনমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা, দেশের প্রতিটি জায়গায় ফসল উৎপাদন করতে হবে। নুন্যতম জায়গায়ও খালি রাখা যাবে না। এ নিদের্শনা মতে সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লার নাঙ্গলকোটে ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০-মে) বিকেলে উপজেলার মৌকরা ইউপির ময়ূরা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক কৃষক-কৃষাণীদের মাঝে এ সহায়তা সামগ্রিক বিতরণ করা হয়।
এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাস, ময়ূরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, সংস্থার সভাপতি ও হবিগঞ্জ চুনারুঘাট সরকারি কলেজের প্রভাষক ও বিভাগীয় প্রধান রবিউল হোসেন রবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সংস্থার সাবেক সভাপতি ব্যাংক কর্মকর্তা ইউছুফ আলী সাকিব, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি এম এ মনিত, মাস্টার তাজুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, জয় ও রাজন রায় চৌধুরী প্রমূখ।
Leave a Reply