নকশী বার্তা ডেস্ক : বিবিসি কর্তৃক প্রকাশিত ১০০ জন অনুপ্রেরণামূলক ও প্রভাবশালী নারী তালিকায় উঠে এসেছে বাংলাদেশি দুই নারীর নাম। তারা হলেন- রিনা আক্তার ও রিমা সুলতানা। এই তালিকায় তার সাথে আরও রয়েছেন ফিনল্যান্ডের সর্ব-মহিলা জোট সরকারের নেতৃত্বদানকারী সান্না মেরিন, মার্ভেল চলচ্চিত্রের তারকা মিশেল ইওহ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রধান সারাহ গিলবার্ট।
২০১৩ সাল থেকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তালিকা প্রকাশ করে আসছে। মূলত নারী অধিকার, নারী শিক্ষা, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয় মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়। করোনাকালীন সময়ে প্রতি সপ্তাহে ৪০০ জন মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মাত্র আট বছর বয়সে আত্মীয়ের মাধ্যমে যৌনপল্লীতে বিক্রির শিকার হন রিনা আক্তার। তিনি যৌনপল্লীতে বড় হয়েছিলেন। এখন তিনি অন্য যৌনকর্মীদের জীবন উন্নতিতে সহায়তা করার চেষ্টা করছেন।
করোনা মহামারী সময়ে খদ্দের না থাকায় আর্থিকভাবে ভেঙে পড়েছিল অনেক যৌন কর্মী। এই সময় রিনা তার সহকর্মীদের নিয়ে একটি দল তৈরি করেন এবং যৌনকর্মীদের পাশে দাঁড়ান। প্রতি সপ্তাহে প্রায় ৪০০ জনের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেন।
এই বিষয়ে রিনা বলেন, ‘লোকেরা আমাদের পেশাকে অবজ্ঞারূপে দেখে। তবে এটা আমরা খাদ্যের প্রয়োজনে করি। আমি চেষ্টা করছি এই পেশার নারীগুলি যেন ক্ষুধার্ত না থাকে এবং তাদের বাচ্চাদের এই পেশায যেন না আসে।’
রিনা আক্তার ছাড়াও এই তালিকায় ২০১৩ এবং ২০১৪ সালে স্থান পেয়েছিলেন বাংলাদেশি রুবানা হক, ২০১৭ সালে শান্তনা রানী রয়, ২০১৮ সালে সীমা সরকার ও ২০১৯ সালে জেসমিন আক্তার।
Leave a Reply