নিজস্ব প্রতিনিধি :
লাকসাম পৌরসভা কার্যালয় সংলগ্ন সদর রোডে একটি কনফেকশনারী দোকানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে (২৫ নভেম্বর) পৌরসভার উত্তর বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র দোকানের পিছনে টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। দোকানের কাটা অংশের পাশে একটি লম্বা স্ক্রুড্রাইভার ও একটি অত্যাধুনিক শাঁড়াশি পাওয়া গেছে।
এ ঘটনায় দোকানের মালিক মোস্তফা কামাল বাদি হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply