নকশী বার্তা ডেস্ক : মহামারীতে মানুষের জীবন রক্ষায় দিন রাত ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা।তাদের পাশে দাঁড়িয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। সম্প্রতি তিনি করোনাভাইসের বিরুদ্ধে লড়াই করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য বাক্সভর্তি খাবার পাঠিয়েছেন।
মুম্বাইয়ের কেইএম হাসপাতালের কর্মরত ড. শ্রীপাদ গঙ্গাপুকুর নামে একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার টুইটার অ্যাকাউন্টে আলিয়া ভাটের পাঠানো খাবারের ছবি তুলে শেয়ার করেছেন। যেখানে রয়েছেন একটি চকলেট বার, মিষ্টি বান, আপেলের জুস এবং আরও কিছু মুখোরোচক খাবার।
কঠিন এই সময়ে পাশে দাঁড়ানোয় আলিয়া ভাটকে ধন্যবাদ জানি শ্রীপাদ লিখেছেন- ‘ধন্যবাদ আলিয়া ভাট এই মিষ্টি উপহারের জন্য। এই মহামারীর সময়ে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সমাজকে সুস্থ ও নিরাপদ রাখতে আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। আপনি সত্যিকারের হিরো।’
আলিয়া ভাটের এই মিষ্টি উপহারের কথা জানান পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তার ভক্তরাও।তারা ফেসবুকে আলিয়াকে সাধুবাদ জানাচ্ছেন।
Leave a Reply